অপরাধ ও আদালত
0

বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগের আদেশ আপিল বিভাগেও বহাল

বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় হাইকোর্টের রিসিভার নিয়োগের আদেশ আপিল বিভাগেও বহাল রাখা হয়েছে। তবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই আদেশের বাইরে থাকবে। একইসঙ্গে রিসিভার নিয়োগ নিয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ১২ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্ব তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ গ্রুপের তথ্য সরবরাহ করা ও কয়েকটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাসুদ আর সোবহান ৪ সেপ্টেম্বর রিট করেন।

ওই রিটের প্রাথমিক শুনানি শেষে বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজের অন্য সব ব্যবসা–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কী পরিমাণ ঋণ অপরিশোধিত আছে, ঋণের বর্তমান অবস্থা ও পরিশোধের তথ্য দিতে এবং বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে সে সব সম্পদের ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ বিষয়ে রুলসহ আদেশ দেওয়া হয়।

এর আগে সোমবার ( ১১ নভেম্বর) লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) শুনানি নিয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আদেশের এই দিন ধার্য করেছিলেন।

গত রোববার (১০ নভেম্বর) বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিনকে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। 

এছাড়া বেক্সিমকো গ্রুপের জন্য সহকারী রিসিভার হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ড. সুমন্ত সাহা, যুগ্ম পরিচালক মো. নাহিম উদ্দিন এবং উপ-পরিচালক মো. আতিউর রহমান।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপ অব কোম্পানির কার্যক্রম পরিচালনা এবং এর সব সম্পদ জব্দের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে, গ্রুপটির মালিক সালমান এফ রহমানের বিদেশে পাচার করা অর্থ ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছেন আদালত।

এ আদেশ বাস্তবায়নের বিষয়ে ব্যাংকটিকে চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর