দেশে এখন
0

৮১ রো‌হিঙ্গা‌কে আট‌কের পর বি‌জি‌বির কা‌ছে হস্তান্তর

মিয়ানমার থে‌কে আলীকদম সীমান্ত দি‌য়ে বাংলা‌দে‌শে প্রবেশের সময় ৮১ জন রো‌হিঙ্গা‌কে আটক ক‌রে বি‌জি‌বির কা‌ছে হস্তান্তর ক‌রে‌ছে স্থানীয়রা। আজ (সোমবার, ১১ নভেম্বর) সকা‌লে আলীকদমের বাস‌ স্টেশন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, সকা‌লে মিয়ানমার থে‌কে আলীকদম সীমান্ত দি‌য়ে বাংলা‌দে‌শে প্রবে‌শ ক‌রেন ৮১ জন রো‌হিঙ্গা‌। তারা আলীকদ‌মের বাস‌ স্টেশন এলাকা থে‌কে বি‌ভিন্ন স্থা‌নে চ‌লে যাওয়ার চেষ্টা কর‌লে স্থানীয় লোকজন তা‌দের আটক ক‌রেন। প‌রে স্থানীয় প্রশাস‌নের সহ‌যো‌গিতায় রোহিঙ্গাদের বি‌জি‌বির কা‌ছে হস্তান্তর ক‌রেন‌ তারা।

আলীকদম উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব জানান, মিয়ানমার সীমান্ত থে‌কে আলীকদম দি‌য়ে ‌বাংলা‌দে‌শে রো‌হিঙ্গারা প্রবে‌শের সময় স্থানীয় জনগণ তিন‌টি গ্রুপের ৮১ জন‌কে আটক ক‌রেন। প‌রে তা‌দের স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিজিবির কা‌ছে সোপর্দ ক‌রে‌ন।

ত‌বে এ ঘটনায় স্থানীয় কেউ জ‌ড়িত আছেন কি না তা খুঁজে বের করার চেষ্টা চল‌ছে ব‌লেও জানান তি‌নি।

এসএস