দেশে এখন
0

নতুন দু'জনসহ উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন

অন্তর্বর্তীকালীন সরকারের ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে পুরনোদের কয়েকজনের দায়িত্ব রদবদল হয়েছে। কারও কারও দায়িত্ব বেড়েছে। এছাড়া নতুন করে যুক্ত তিনজনকে দেয়া হয়েছে নতুন দায়িত্ব।

আজ (রোববার, ১০ নভেম্বর) সন্ধ্যায় নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ থেকে এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বণ্টনের কথা জানানো হয়।

অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়া নতুন উপদেষ্টারা হলেন মোস্তফা সরয়ার ফারুকী। যিনি কয়েক দশক ধরে চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন। জুলাই-বিপ্লবের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে সরব ছিলেন তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, জাতিসংঘে যাকে চব্বিশের গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। তিনিও শপথ নিয়েছেন উপদেষ্টা হিসেবে।

উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

নতুনদের মধ্যে মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। উপদেষ্টা মাহফুজ আলমকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

এছাড়া হাসান আরিফ পেয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি এতদিন স্থানীয় সরকারের দায়িত্বে ছিলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়ার পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেওয়া হয়েছে।

উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে দেয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এতদিন তাকে কোনো দপ্তর দেওয়া হয়নি। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার আগেই নতুন ৩ উপদেষ্টাকে নিয়ে বঙ্গভবনে প্রবেশ করে পরিবহন পুলের ৩টি গাড়ি বহর। ৭টা ৩০ মিনিটে শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর বাইরে আলোচনা ছিল সাবেক পুলিশ প্রধান খোদা বকশ চৌধুরী এবং বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান। দিনভর শোনা গিয়েছিলো এই দু’জনও উপদেষ্টা হিসেবে শপথ নিবেন। কিন্তু তাদেরকে আজকের শপথ নিতে দেখা যায়নি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনিসহ ২১ জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর কয়েক দফায় উপদেষ্টা পরিষদে হয়েছে রদবদল। তবে সরকারের কার্যক্রম আরো গতিশীল করতে উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত হচ্ছেন বলে কয়েকদিন যাবত শোনা যাচ্ছিলো। এখানে আজ নতুন করে যুক্ত হলেন তিনজন।

ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট দেশ ছাড়েন আওয়ামী লীগ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠক হয়। সেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবনা দেয়া হয়।

এর দু’দিন পর গত ৮ আগস্ট রাত ৯টায় বঙ্গভবনে শপথ নেন ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার। পরে এর পরিধি বাড়ে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে আরো রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুর্শিদ ও ফারুকী আযম।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর