ক্রিকেট
এখন মাঠে
0

বগুড়ায় শুরু হলো শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট

বগুড়ায় শুরু হলো শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। শহরের শহীদ চান্দু স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল। আয়োজনের অন্যতম সংগঠক ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বললেন, জাতীয় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আয়োজন করতে হবে মানসম্পন্ন টুর্নামেন্টের।

বহু বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে দর্শকদের এ আগ্রহ। বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেলা সাড়ে ১১ টায় টুর্নামেন্টের খেলা শুরু হয়।

এলাকাবাসীদের একজন বলেন, ‘আমরা আন্তরিকভাবে উপভোগ করছি। আমাদের ভালো লাগছে।’

সারাদেশের ২৪ টি দল আসরে অংশ নিচ্ছে। ১৯ জানুয়ারি ফাইনাল হবে ঢাকার মিরপুরে হোম অব ক্রিকেটে।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মস্থানে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন ক্রীড়াঙ্গণে ব্যাপক সাড়া জাগাবে। শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি তাদের।

আয়োজক নেতৃবৃন্দদের একজন বলেন, ‘সকল আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে হবে যা বগুড়ার একটা পার্ট হয়ে থাকবে।’ 

প্রযুক্তির আসক্তির এই যুগে যুব সমাজকে খেলাধূলায় ব্যস্ত রাখার বিকল্প নেই। তাই জাতীয় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ক্রিকেট হোক বা ফুটবল, ম্যাচ আয়োজনের দাবি জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের।

ইএ