দেশে এখন
0

নিখোঁজের ৮ দিন পর শিশু মুনতাহার মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার

নিখোঁজের ৮ দিন পর সিলেটের কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহার লাশ বাড়ির পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। হত্যার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। গত ৩ নভেম্বর (বুধবার) বিকেল তিনটা থেকে মুনতাহা নিখোঁজ ছিল।

রোববার (১০ নভেম্বর) ভোররাত চারটার দিকে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার নিথর দেহের সন্ধান পাওয়া যায়। মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

কানাইঘাট থানা পুলিশ জানায়, প্রতিবেশী ভিক্ষুক পঞ্চাশোর্ধ মহিলা পরিকল্পিতভাবে মুনতাহাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করেছিলো এমনটি ধারণা করছে তারা। তবে জিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত জানা যাবে। ঘটনার সাথে জড়িত সন্দেহে আরও ২ জনকে আটক করেছে পুলিশ।

এর আগে মুনতাহার পরিবার এ ঘটনায় ৪ দিন আগে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেন।

গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে মুনতাহা। পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে হলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।

এএইচ