রাজনীতি
দেশে এখন
0

অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শুক্রবার, ৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘গণতন্ত্র বিরোধী শক্তির অপতৎপরতা এখনো থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে, শাসনে- প্রশাসনে সক্রিয়।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো ভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণকে ভোটের প্রতি মুখাপেক্ষী না করা গেলে গণতন্ত্রের সুফল পাবে না।’

তারেক রহমান বলেন, ‘জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে না পারলে স্বল্প আয়ের মানুষকে বাজার সিন্ডিকেটের অভিশাপ থেকে মুক্ত করা অসম্ভব হয়ে পড়বে।’

এছাড়াও নিজেদের সতর্ক করতে চাইলে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এটিই জনগণের চাওয়া বলেও জানান তিনি।

আসু