উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ফোনকলে ট্রাম্পকে অভিনন্দন জানালেন বাইডেন

নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল (বুধবার) প্রেসিডেন্ট অফিস সূত্রের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, নবনির্বাচিত প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন।

এদিন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, দেশকে এগিয়ে নিতে হলে দুই রিপাবলিকান-ডেমোক্র্যাটদের একযোগে কাজ করার কোনো বিকল্প নেই।

এছাড়া, ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ওবামা ও ক্লিনটন দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আলাদা আলাদা বার্তায় ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্সকে শুভেচ্ছা জানান ডেমোক্র্যাট শিবিরের দুই সাবেক প্রেসিডেন্ট।

পাশাপাশি নির্বাচনী প্রচারে নজিরবিহীন অগ্রগতি দেখানোয় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিসেরও প্রশংসা করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদরা।

এএইচ