ক্যাটাগরি ৩-এ রূপ নিয়ে ক্যারাবিয়ান অঞ্চল কিউবার দক্ষিণ-পশ্চিম অংশে আছড়ে পড়েছে হারিকেন রাফায়েল। স্থানীয় সময় বুধবার ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে রাজধানী হাভানার উপকূলে আঘাত হানে হারিকেনটি। ঝড়ের প্রভাবে শুরু হয়েছে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া।
হারিকেন রাফায়েলের আঘাতে ভেঙে পড়েছে দেশটির জ্বালানি অবকাঠামো। জাতীয় শক্তি সংস্থা বিবৃতিতে জানায়, হারিকেনের আঘাতে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে আছেন কয়েক লাখ বাসিন্দা। অন্ধকার হয়ে আছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ৭০ হাজার মানুষকে।
একজন জানান, সারাদেশে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে আছে। আমরা টর্চ লাইট জ্বালিয়ে রান্নার কাজ করছি। অনেকে জ্বালানি সংকটে ভুগছে।
আরেক অধিবাসী বলেন, ‘প্রবল বৃষ্টিতে আমাদের জীবন বিপর্যস্ত। বিদ্যুতের অভাবে আমরা চলাফেরা করতে পারছি না।’
হারিকেন রাফায়েলে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। মূল আঘাত এসেছে কিউবার বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর। ঝড়ের প্রভাবে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে বেশকিছু অঞ্চলের বিদ্যুৎসংযোগ।
জ্বালানি সংকটে গেল অক্টোবরে মাসে ৪ দিন ব্ল্যাকআউটের কবলে পড়েছিল দেশটির ১ কোটির বেশি মানুষ। হারিকেনের তাণ্ডবে আবারও বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়লো কিউবা।
এক মাসেরও কম সময়ের ব্যবধানে হারিকেন অস্কারের পর কিউবায় আঘাত হানলো রাফায়েল। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কিউবায় বেড়াতে আসা পর্যটকেরা। বন্ধ হয়ে গেছে অভ্যান্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। আকস্মিক বন্যা ও ভূমিধসের শঙ্কায় বন্ধ করে দেয়া হয়েছে পার্বত্য অঞ্চলের পর্যটন স্পটগুলো।