দেশে এখন
0

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (বুধবার, ৬ নভেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাঠানো শুভেচ্ছা বার্তায় জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইলেকটোরাল কলেজের সবশেষ ফলাফল অনুযায়ী, ৫৩৮টির মধ্যে ২৭৯টিতে জয়ী হয়েছেন তিনি। জয়ের জন্য তার প্রয়োজন ছিল ২৭০ ইলেকটোরাল ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস পেয়েছেন ২২৪ ইলেকটোরাল ভোট।

এবারের নির্বাচনকে বলা হচ্ছে মার্কিন ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক লড়াই। বিশ্ববাসীর নজর ছিল এই নির্বাচন ঘিরে সৃষ্ট সাম্প্রতিক ঘটনায়। যেখানে তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আর প্রথমবারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াইয়ে নামেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। প্রথমবার হলেও স্বল্প সময়ে কামালা মার্কিনিদের নজর কাড়তে সক্ষম হন। যার ফলাফলও মিলেছে ইলেকটোরাল ভোটের টাইমলাইনে।

আসু