উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

বিজয়ী বক্তব্যে সমর্থকদের উদ্দেশে যা বললেন ট্রাম্প

তৃতীয় সুইং স্টেট পেনসিলভানিয়ায় জয়ের মধ্য দিয়ে হোয়াইট হাউসের মসনদের কাছাকাছি পৌঁছে গেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই জয়ের পরপরই সমর্থকদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ের দাবি করেন ট্রাম্প। মিশিগান, নেভাদা এবং উইসকনসিনসহ অন্যান্য সুইং স্টেট জয়ের খুব কাছাকাছি সাবেক এই প্রেসিডেন্ট। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে ট্রাম্প হতে যাচ্ছেন যুক্তরাষ্টের ৪৭তম প্রেসিডেন্ট।

জয়ের দোরগোড়ায় থাকা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশে ভাষণে নিজের জয়ের দাবি করেন। নির্বাচনী মানচিত্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের চেয়ে এগিয়ে থাকায় তিনি জয়ের এ দাবি করেন।

বক্তব্যে ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য আমেরিকার জনগণকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রকে সোনালী যুগে ফিরিয়ে নেওয়ারও প্রত্যয় জানান ট্রাম্প।

তিনি তার ভাষণে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যানসকে অভিনন্দন জানান। জেডি ভ্যানসই আমেরিকার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হবেন বলে জানান ট্রাম্প।

এসময়ে জেডি ভ্যানসকে কিছু কথা বলার অনুরোধ করলে ভ্যানসকে মাইকে ট্রাম্পের প্রচারণাকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক প্রত্যাবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন।

বক্তব্যে স্ত্রী মেলানিয়াসহ পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। এ সময় স্ত্রী মেলানিয়াকে ফার্স্ট লেডি বলে সম্বোধন করেন ট্রাম্প। এরই সঙ্গে তিনি তার সন্তানদেরকেও ধন্যবাদ জানান।

এদিকে এখনো পর্যন্ত পাওয়া ফলাফলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প। ইলেকটোরাল কলেজে সবশেষ ফলাফলে প্রেসিডেন্ট পদে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ ৭টি সুইংস্টেটের মধ্যে তিনটির ফলাফল পাওয়া গেছে। যার তিনটিতেই জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৬৭ টি। আর ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস পেয়েছেন ২২৪ টি। আর গুরুত্বপূর্ণ সুইংস্টেট নর্থ ক্যারোলাইনার পর জর্জিয়া ও পেনসিলভানিয়ায়ও জয়ী হয়েছেন ট্রাম্প।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর