বিদেশে এখন
0

ভারমন্টে ভোটগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যে ভোটগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু হবে, যাতে আমেরিকান ভোটাররা পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন। নিউইয়র্ক ও ভার্জিনিয়ার মতো রাজ্যগুলোতে শিগগিরই ভোটদান কার্যক্রম শুরু হবে।

এদিকে কয়েক দশকের ঐতিহ্য অনুসরণ করে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচে ভোটগ্রহণ হয়েছে।

আজকের ভোটেই নির্ধারিত হবে কে যাচ্ছেন হোয়াইট হাউসে, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস, নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাধর এই দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির ওপর বিশ্বরাজনীতি ও অর্থনীতি অনেকটা নির্ভরশীল হওয়ায় পুরো পৃথিবীর মানুষের নজর এখন এই নির্বাচনের দিকে।

এবার ডেমোক্র্যাটদের পক্ষে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকানদের হয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপেক্ষা এখন ভোট গণনা ও ফল ঘোষণার। সেই ক্ষেত্রেও পদ্ধতিটা খুবই জটিল। এ ক্ষেত্রে কোন প্রার্থী কত ভোট পেলেন তার চেয়ে জরুরি হলো কে কতটা ইলেক্টোরাল ভোট পেলেন।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর
সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে শ্রীলঙ্কায়

নিয়ম মেনেই প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব হস্তান্তর হবে: লয়েড অস্টিন

ফোনকলে ট্রাম্পকে অভিনন্দন জানালেন বাইডেন

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি কামালার

যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধকে সমর্থন করে না: ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন

ট্রাম্পের জয়-কামালার পরাজয়ে বড় ভূমিকা রেখেছে মধ্যপ্রাচ্য ইস্যু?

ট্রাম্পের সঙ্গেই নির্বাচনের রাত উদযাপন করতে চান মাস্ক

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা

ঈশ্বর একটি বিশেষ কারণে আমার জীবন বাঁচিয়েছেন: ট্রাম্প

ঐতিহাসিক জয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প

বিজয়ী বক্তব্যে সমর্থকদের উদ্দেশে যা বললেন ট্রাম্প