এদিকে কয়েক দশকের ঐতিহ্য অনুসরণ করে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচে ভোটগ্রহণ হয়েছে।
আজকের ভোটেই নির্ধারিত হবে কে যাচ্ছেন হোয়াইট হাউসে, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস, নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাধর এই দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির ওপর বিশ্বরাজনীতি ও অর্থনীতি অনেকটা নির্ভরশীল হওয়ায় পুরো পৃথিবীর মানুষের নজর এখন এই নির্বাচনের দিকে।
এবার ডেমোক্র্যাটদের পক্ষে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকানদের হয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপেক্ষা এখন ভোট গণনা ও ফল ঘোষণার। সেই ক্ষেত্রেও পদ্ধতিটা খুবই জটিল। এ ক্ষেত্রে কোন প্রার্থী কত ভোট পেলেন তার চেয়ে জরুরি হলো কে কতটা ইলেক্টোরাল ভোট পেলেন।