ক্রিকেট
এখন মাঠে
0

জাতীয় দলে দেশিয় কোচের সংযুক্তি ক্রিকেটের জন্য মঙ্গলকর: ওপেনার জাকির

জাতীয় দলে দেশিয় কোচের সংযুক্তি দেশের ক্রিকেটের জন্য মঙ্গলকর মন্তব্য ওপেনার জাকির হাসানের। আফগান সিরিজের জন্য দেশ ছাড়ার আগে গণমাধ্যমে এ কথা বলেন এই তরুণ ক্রিকেটার। ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন- আফগান সিরিজের পর দায়িত্ব পেতে পারেন মোহাম্মদ সালাউদ্দীন।

দেশে দিন বদলের হাওয়ার সুবাতাস বইছে দেশের ক্রিকেটেও, চান্ডিকা হাথুরুসিংহের আঁকড়ে রাখা সিংহাসনে আনা হয়েছে নতুন কোচ একগুঁয়ে স্বভাব, খেলোয়াড়দের সাথে অসদাচরণ, নানা অভিযোগের আঙুল যখন লঙ্কান মাস্টারমাইন্ডের দিকে তখন নতুন বোর্ড সভাপতির চেষ্টায় দায়িত্ব ছাড়তে বাধ্য হন কড়া হেডমাস্টার খ্যাত হাথুরুসিংহে।

চান্ডিকার প্রস্থানের পরই গুঞ্জন ওঠে দেশিয় কোচের হাতেই যাবে টাইগার হেড কোচের চেয়ার। তবে বিসিবির ইমিডিয়েট অ্যাকশনে উড়ে যায় সেই গুঞ্জনের বাতাস। ক্যারিবিয়ান ফিল সিমন্সের হাতে দেয়া হয়ে জাতীয় দলের দায়িত্ব।

তবে ওই যে বলে না যা রটে তার কিছুটা হলেও ঘটে। এবেলাতেও হয়েছে তাই। প্রধান কোচের দায়িত্ব না পেলেও এবার সহকারী কোচের দায়িত্ব পাচ্ছেন দেশিয়দের একজন।

অফিসিয়ালি ঘোষণা না এলেও মোহাম্মদ সালাউদ্দিনই যে পাচ্ছেন ডেপুটি কোচের দায়িত্ব তা মোটামুটি নিশ্চিতই বলা যায়। আর সালাউদ্দীনের সংযুক্তি দেশের ক্রিকেটের জন্য মঙ্গলজনক মানছেন জাতীয় দলের তরুণ ওপেনার জাকির হাসান।

ওপেনার জাকির হাসান বলেন, ‘লোকাল কোচ আসলে আমার মনে হয় ভালো হয়। এইটা বোর্ড ভালো বুঝবে আমার থেকে। আশা করি যেই আসবে সে ভালো করবে। সালাউদ্দীন স্যারের কথা বলেছেন। এখানে আমাদের সব প্লেয়ার দেশি- বিদেশি কোচের সাথে অনুশীলন করা অ্যাবিলিটি রাখে।’

গুঞ্জন আছে আফগান সিরিজের পরেই নিজের দায়িত্ব বুঝে নিবেন সালাউদ্দীন, প্রায় ১৮ বছর আগেও এই দায়িত্বে ছিলেন তিনি- পুরোনো সেই দায়িত্বে নতুন করে ঠিক কতটা বদল আনবেন সালাউদ্দীন, সেটা সময়ই বলবে।

ইএ