দেশে এখন
0

‘ফ্যাসিস্ট ব্যবস্থাকে বিলুপ্ত করতে হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে’

ফ্যাসিস্ট ব্যবস্থাকে বিলুপ্ত করতে হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ (শুক্রবার, ১ নভেম্বর) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ৩য় কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, এখন মানুষ এদেশের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিদায় চায়। নতুন আন্দোলনের বাংলাদেশে রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে।’ 

অর্থনীতিতে ন্যায়বিচার নিশ্চিত না করে কোনো গণতন্ত্র চলতে পারে না মন্তব্য করে তিনি বলেন, ‘মালিকরা বেতন দিতে না পারলে শ্রমিকের বেতন আদায় করতে হবে সরকারকে। শ্রমিক অধিকার নিশ্চিত করলে শ্রমিকরাই সরকারের বিরুদ্ধে যে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা রুখে দাঁড়াবে।’ 

এসময় শ্রমিকদের কাজ করার পাশাপাশি ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।

ইএ