তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, এখন মানুষ এদেশের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিদায় চায়। নতুন আন্দোলনের বাংলাদেশে রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে।’
অর্থনীতিতে ন্যায়বিচার নিশ্চিত না করে কোনো গণতন্ত্র চলতে পারে না মন্তব্য করে তিনি বলেন, ‘মালিকরা বেতন দিতে না পারলে শ্রমিকের বেতন আদায় করতে হবে সরকারকে। শ্রমিক অধিকার নিশ্চিত করলে শ্রমিকরাই সরকারের বিরুদ্ধে যে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা রুখে দাঁড়াবে।’
এসময় শ্রমিকদের কাজ করার পাশাপাশি ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।