বুধবার (৩০ অক্টোবর) কক্সবাজারের টেকনাফের রহিংগা ক্যাম্পের ১৬ এপিবিএন এ দায়িত্বরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠানো হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন বিকেলে আশুলিয়ায় মরদেহের স্তূপে ও পরে পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।
আসামী শহিদুলসহ ১৭ জনের বিরুদ্ধে ২৭ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউটর জানান, শহিদুল ইসলাম রুবেল জুলাই- আগস্ট গনহত্যা হামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী। ২০ নভেম্বর নিয়ম অনুযায়ী তাকেও হাজির করা হবে আদালতে।