এর মাধ্যমে, জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত প্রথম কোনো আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ। তাকে রংপুর থেকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে বলে জানা গেছে। জসীম উদ্দীনের বিরুদ্ধে ১৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
গেল ১৩ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। এর আগে, গেল ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
আর বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২০ জনকে হাজির করতে ২৭ অক্টোবর নির্দেশ দেন তিন বিচারপতির ট্রাইব্যুনাল।