ক্রিকেট
এখন মাঠে
0

ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন আফগানিস্তান

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা 'এ' দলকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান 'এ' দল। ইমার্জিং এশিয়া কাপে ইতিহাস গড়ল আফগানিস্তান 'এ' দল। ফাইনালে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে সেরার মুকুট নিজেদের করে নিলো আফগানরা।

শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৩ রানে করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই যুবাইদ আকবারী আউট হয়ে ফিরলেও ঢাল হয়ে দাঁড়ান সেদিকুল্লাহ আতাল।

পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন সবাইকে। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রেখে অপরাজিত থেকেই দলের জয় নিশ্চিত করেন এই আফগান ওপেনার।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর