দেশে এখন
অর্থনীতি
0

‘৫ আগস্ট পরবর্তী পরিবর্তনে পুঁজিবাজারসহ সব জায়গায় ভালো হোক’

৫ আগস্ট পরবর্তী পরিবর্তনে বাংলাদেশে নতুনদের হাত ধরে পুঁজিবাজার সহ সব জায়গায় ভালো কিছু হোক এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার। বিএসইসি, বিশ্বব্যাংক ও ইউএস এসইসি এর যৌথ উদ্যোগে আয়োজিত কনফারেন্স অন এনহ্যান্সিং সিকিউরিটিজ রেগুলেশন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান এ কথা বলেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে আজ (রোববার, ২৭ অক্টোবর) অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চারদিনব্যাপি আয়োজিত কর্মশালায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করছেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিএসইসির কমিশনার মু মোহসিন চৌধুরী, কমিশনার ফারজানা লালারুখ ও বিএসইসির কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এছাড়াও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট জোল্ট ব্যাঙ্গো, ইউএস এসইসি এর অ্যাসোসিয়েট ডিরেক্টর পল গুমাগে, এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসারে জেমস গারডিনার বক্তব্য রাখেন।

উদ্বোধনী বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কর্মশালায় অংশগ্রহণকারী এবং কর্মশালা আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে, ইউএস এসইসি এবং বিশ্বব্যাংকের সহায়তায় পুঁজিবাজারের ক্ষেত্রে অসাধারণ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে এমন অভিজ্ঞদের দ্বারা ধরনের একটি কর্মশালা আয়োজন করতে পেরেছি। এই ধরনের কর্মশালা সমস্ত অংশীজনদের পুঁজিবাজার দায়িত্ব পালনের ক্ষেত্রে একে অপরের দৃষ্টিভঙ্গিগুলিকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে।’

তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বব্যাংক এবং ইউএস এসইসির সাথে সফল দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও সহযোগিতামূলক কার্যক্রম আয়োজনে বরাবরই আগ্রহী ছিলাম। এ ধরনের অংশীদারিত্ব ও সহযোগিতামূলক কার্যক্রম বিশ্বব্যাংকের সাথে আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করবে।’

দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে আগামীতে এ ধরনের আরো অনেক কার্যক্রম পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট জোল্ট ব্যাঙ্গো বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে ওয়ার্ল্ড ব্যাংক জি-ক্যাপ মিশনের আওতায় বিশ্বব্যাংক ও আইএফসি বাংলাদেশের অর্থনৈতিক খাতের উন্নয়নে কাজ করছে।

বাংলাদেশের পুঁজিবাজারকে আরো উন্নত, আধুনিক ও সমৃদ্ধ করতে বিশ্বব্যাংক নানা ধরনের অংশীদারিত্ব ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের পুঁজিবাজারকে এগিয়ে নিতে প্রযুক্তি ও কারিগরি সহায়তার সাথে সাথে মানবসম্পদের উন্নয়নে তারা কাজ করছে বলে জানান তিনি।

কর্মশালায় ইউএস এসইসি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) এর রিস্ক স্ট্র্যাটেজিস্ট নিতিশ বাহাদুর, ইউএস এসইসির এর অ্যাসোসিয়েট ডিরেক্টর পল গুমাগে, ব্রাঞ্চ চিফ টম সুইয়ার্স, সিনিয়র স্পেশাল কাউন্সেল সেলেস্ট এম. মারফি পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

আয়োজিত কর্মশালার মাধ্যমে দেশের পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আগামীতে এটি দেশের পুঁজিবাজারের জন্য সুফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর