ফুটবল
এখন মাঠে
0

সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের ভুটানকে ৭-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলো লাল-সবুজের প্রতিনিধিরা। হ্যাট্রিক করেছেন তহুরা খাতুন। সেই ধারাবাহিকতা ধরে রেখে সেমিফাইনালে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বাংলাদেশের মেয়েরা।

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভূটান বাঁধা। কাগজে কলমে সাবিনা-মারিয়ারা অনেক এগিয়ে থাকলেও গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ড্র সাথে দলের মধ্যে অস্বস্তি, অদেখা এক চাপ ও চিন্তার কালো মেঘ উঁকি দিচ্ছিলো।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এদিন রৌদ্যজ্জল দিনে সকল শঙ্কার কালো মেঘ সরিয়ে সপ্তম মিনিটেই লিড নেয় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে দূরপাল্লার দর্শনীয় শটে গোল করেন ঋতুপর্ণা চাকমা।

ম্যাচের ১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন, বক্সের বাইরে থেকে ভাসানো এক শটে জাল খুঁজে নেন তিনি। ২৬ মিনিটে লাল-সবুজদের তৃতীয় গোল আনেন অধিনায়ক সাবিনা খাতুন।

উড়তে থাকা বাংলাদেশ ম্যাচের ৩৫ মিনিটে চতুর্থ গোলের দেখা পায়। দলের এক হালি সাফল্য ও নিজের দ্বিতীয় গোলটি আনেন নাম্বার-১০ তহুরা খাতুন। ৩৭তম মিনিটেই ৫-০ করে ফেলে বাংলাদেশ। দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক সাবিনা খাতুন।

ম্যাচের ৪১তম মিনিটে ডেকি লাজোমের সাফল্যে এক গোল শোধ করে দেয় ভুটান। প্রথমার্ধে যোগ করা সময় ছিল ২ মিনিট। আরও কয়েকটি সুযোগও গড়েছিল বাংলাদেশ। সেমির এই অর্ধে ৫-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল ভূটান। তবে ৫৮ মিনিটে বামপ্রান্ত থেকে করা আক্রমণে বল পেয়ে দলীয় ষষ্ঠ গোলের সাথে নিজের হ্যাট্রিক তুলে নেন তহুরা। এরপরেও একের পর আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্সকে ব্যতিব্যস্ত রাখেন তহুরা- সাবিনারা।

৭২ মিনিটে সানজিদার কর্নারে জটলার মধ্যে মাথা ছুঁয়ে সপ্তম গোল করেন শিউলি আজিম। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্তও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে গেছেন বাংলাদেশের মেয়েরা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর