দেশে এখন
0

‘গণঅভ্যুত্থানের রেশ ফুরিয়ে যায় নি, সঠিক পথে এগোচ্ছে’

গণঅভ্যুত্থানের রেশ ফুরিয়ে যায় নি, সঠিক পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। আজ (শুক্রবার, ২৫ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনে ক্র্যাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘অনেকেই মনে করছেন ছাত্রজনতার গণঅভ্যুত্থানের রেশ ফুরিয়ে যাচ্ছে। ছাত্রজনতার দাবি সংস্কার। এ সংস্কার একটা চলমান প্রক্রিয়া, যা চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘গত ১৬ বছর সর্বত্র ভয়ের রাজত্ব তৈরি হয়েছিলো। যার প্রমাণ গ্রামের মেম্বার পর্যন্ত পলাতক। কারণ তারা ভীতসন্ত্রস্ত, গণমানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।’

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘গেল সরকারের আমলে যে সকল দুর্নীতি এবং অপরাধ হয়েছে সাংবাদিকরা তা তুলে ধরবেন। যেন আমরা এ নিয়ে কাজ করতে পারি। সাংবাদিক দম্পতি সাগর-রুনির বিচার এবার আমরা পাবো।’

যে কারণে এটা প্রকাশ হয়নি, সে বাধা এখন আর নেই বলেও জানান তিনি।

এএইচ