ক্রিকেট
এখন মাঠে
0

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনশেষে ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনশেষে ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ। ৩ উইকেটে ১০১ রানে দিনশেষ করে স্বাগতিকরা। এর আগে প্রথম ইনিংসে ৩০৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

২০২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল জয় ও সাদমান ইসলাম। তবে প্রথম ইনিংসে 'ডাক' এর পর এবার ১ রান করে সাজঘরে ফিরে গেছেন সাদমান।

রানের খাতা খোলার আগেই আউট হন অভিজ্ঞ মুমিনুলও। জয়কে নিয়ে শান্ত'র ৫৫ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দিলেও মহারাজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অধিনায়ক।

মুশফিক-জয়ের ব্যাটে ইনিংস ব্যবধানে হার এড়াতে লড়ছে টাইগাররা। দিনশেষে জয় ৩৮ আর মুশফিক ৩১ রানে অপরাজিত আছেন। এর আগে দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নেন ভেরেইনা।

ডেইন পিটের সঙ্গে তার ৬৬ রানের জুটিতে তিনশ' ছাড়ায় দক্ষিণ আফ্রিকা। সফররতদের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১৪ রান করেন ভেরেইনা। প্রোটিয়ারা থামে ৩০৮ রানে।

ইএ