দেশে এখন
0

পরিস্থিতি স্বাভাবিক হলে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে: ধর্ম উপদেষ্টা

বান্দরবান

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে তিন পার্বত্য জেলার পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ (রোববার, ২০ অক্টোবর) সকালে বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য প্রস্তাবিত বিভিন্ন স্থান পরিদর্শন শেষে এ কথা বলেন ধর্ম উপদেষ্টা।

এসময় উপদেষ্টা জেলা শহরের স্টেডিয়াম এলাকা নিউগুলশান ও মেঘলা এলাকায় প্রস্তাবিত তিনটি স্থান ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘মডেল মসজিদের জন্য প্রস্তাবিত স্থান গুলো দেখেছি। সবগুলো জায়গাই সুন্দর। তবে আমাদের যারা কারিগরি টিম রয়েছে তারাসহ বসে সিদ্ধান্ত নেয়া হবে কোন জায়গায় মডেল মসজিদটি নির্মিত হবে। এমন জায়গায় নির্মাণ করা হবে যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হবে।’

পরে উপদেষ্টা পার্বত্য জেলার পর্যটন নিয়ে বলেন, ‘নিরাপত্তার কারণে তিন জেলাতেই একইভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগিরই পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে।’

উল্লেখ্য, স্থান নির্বাচনে জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বান্দরবান জেলা মডেল মসজিদটির নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর