অর্থনীতি , বিশ্ব অর্থনীতি
আন্তর্জাতিক বাণিজ্য
0

চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৮ শতাংশ

আসিফ হোসেন

কভিড মহামারি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধসহ বিভিন্ন কারণে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই মন্থর। সম্প্রতি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে জরিপ পরিচালনা করেছে বার্তা সংস্থা রয়টার্স। জরিপের তথ্যানুযায়ী, চলতি বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৮ শতাংশ।

যদিও এ হার দেশটির সরকারি পূর্বাভাসের তুলনায় কম। জরিপের তথ্যানুযায়ী, ২০২৫ সালে প্রবৃদ্ধির হার আরও কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে নীতিনির্ধারকরা যেসব উদ্যোগ নিচ্ছেন সেগুলো কার্যকরে আরো চাপ বাড়বে।

২৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত জরিপ পরিচালনা করা হয়। তথ্যানুযায়ী, আগের বছরের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটিতে মোট দেশীয় উৎপাদন সাড়ে ৪ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। যেখানে আগের প্রান্তিকে এর হার ছিল ৪ দশমিক ৭ শতাংশ।

চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল চীন সরকার। এজন্য দেশটির প্রশাসন সেপ্টেম্বরের শেষ দিকে বিভিন্ন উদ্দীপনা প্রকল্প কার্যকরের পরিমাণও বাড়িয়েছে। এ বিষয়ে এএনজেডের সিনিয়র চায়না স্ট্রাটেজিস্ট জিং ঝাওপেং বলেন, কনজাম্পশন বা ভোক্তা পর্যায়ে ভোগের বিষয়টি মূলত বড় সমস্যা। কারণ এর সঙ্গে মূল্যস্ফীতির বিষয়টি জড়িত।’

জিং ঝাওপেংয়ের প্রত্যাশা চলতি বছরের চতুর্থ প্রান্তিকে চীনের অর্থনৈতিক কার্যক্রম কিছুটা বাড়বে। তবে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৯ শতাংশেই থাকবে। ২০২২ সালে কভিড মহামারির কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশে নেমে এসেছিল। সে সময় ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।


এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর
বাইডেন প্রশাসনের সঙ্গে ট্রাম্পের ট্রানজিশন টিমের সমঝোতা স্মারকে সই

ট্রাম্পের শুল্কনীতির হুমকিতে ক্ষুব্ধ মেক্সিকো, কানাডা ও চীন

থ্যাঙ্কসগিভিং ডে ঘিরে যুক্তরাষ্ট্রে বেড়েছে ভ্রমণপিপাসুদের আনাগোনা

ঘুষ কেলেঙ্কারিতে অনিশ্চয়তায় আদানির শত-কোটি ডলারের বিদেশি বিনিয়োগ

সংবিধান সংস্কার কমিশনের কাছে ৬২ সংস্কার প্রস্তাব বিএনপির

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের কয়েকটি দেশ

ইসরাইলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা হিজবুল্লাহর

ঘুষ কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রের পর বিভিন্ন দেশে ঝড়ের মুখে আদানি গ্রুপ

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া-জাপানের যৌথ মহড়ায় চাপে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক অপরাধ আদালত ইহুদি বিদ্বেষী: বেনইয়ামিন নেতানিয়াহু

সাইক্লোন বোম্বের আঘাতে ওয়াশিংটনে দু'জনের মৃত্যু

অভিযোগ দায়েরের পর আদানি গ্রুপের শেয়ার দর কমেছে