সাবেক পর্যটন মন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

0

গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৩ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুমন ইসলাম নামে এক মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় ফারুক খানের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যা মামলায় তার নাম রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) তাকে আদালতে তোলা হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে জয়লাভের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

ইএ

BREAKING
NEWS
2