দেশে এখন
0

তিন মাস পর কাল চালু হচ্ছে মিরপুর ১০ মেট্রো স্টেশন

সংস্কার কাজ শেষে প্রায় তিন মাস পর আগামীকাল (মঙ্গলবার) থেকে মিরপুর ১০ মেট্রো স্টেশন চালু হচ্ছে। আজ (সোমবার, ১৪ অক্টোবর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উত্তরা ডিপোতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

তিনি জানান, মঙ্গলবার সকাল থেকেই যাত্রীরা মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশন ব্যবহার করতে পারবেন।

তিনি বলেন, ‘এখন থেকে শুক্রবার এক ট্রেন থেকে আরেক ট্রেন ছাড়ার সময় ১২ মিনিট থেকে ২ মিনিট কমিয়ে ১০ মিনিট করা হয়েছে। শুক্রবারের জন্য বাড়ানো হয়েছে ট্রিপের সংখ্যাও।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুবৃত্তরা। এরপর দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। সে সময়কার কর্তৃপক্ষ মেট্রোরেল চালু হতে ১ বছরও লেগে যেতে পারে বলে জানিয়েছিল।

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ১৭ দিনের মাথায় ২৫ আগস্ট মেট্রো চলাচল শুরু হয়। সে সময় মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ ছিল। সংস্কার কার্যক্রম শেষে কাজীপাড়া স্টেশন চালু করা হয়। আগামীকাল মিরপুর-১০ স্টেশন চালুর মধ্য দিয়ে সবগুলো স্টেশন সচল হবে।

এএইচ