দেশটির বেসামরিক পরিবহণ সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর বিষয়টি নিশ্চিত করেছেন বলে খবর প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা আইএসএনএ।
তবে এই নিষেধাজ্ঞার আওতায় মোবাইল ব্যবহারে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। এর আগে চলতি মাসের শুরুর দিকে দুবাইভিত্তিক বিমান চলাচল সংস্থা এমিরেটস এয়ারলাইন্স তাদের ফ্লাইটে পেজার ও ওয়াকি-টকির ব্যবহার নিষিদ্ধ করে।
লেবাননে পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণে হতাহতের ঘটনায় ইসরাইলকে দায়ী করেছে ইরান ও হিজবুল্লাহ।