গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

নভেম্বরে অস্ট্রেলিয়ায় আনুষ্ঠানিকভাবে আসছে স্টিম ডেক

আনুষ্ঠানিকভাবে আগামী মাসে অস্ট্রেলিয়ায় স্টিম ডেক ডিভাইস বাজারজাত করছে ভালভ। ফলে এখন থেকে বেশি দামে রিসেলারদের থেকে কিংবা বিদেশ থেকে গেমারদের এ ডিভাইস কিনতে হবে না।

প্যাক্স অস্ট্রেলিয়ায় নভেম্বরের শুরুতে হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস বাজারজাতের ঘোষলা দিয়েছে ভালভ। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপে এ ডিভাইসটি পাওয়া যাচ্ছে। ফলে অস্ট্রেলিয়ার গেমার বা ব্যবহারকারীদের বাইরে থেকে বন্ধু বা পরিচিতদের সহায়তায় কিংবা সেকেন্ড হ্যান্ড ডিভাইস কিনতে হত।

এসব দেশ ছাড়াও কমোডোর ওয়েবসাইটের মাধ্যমে জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও হংকংয়েও এ হ্যান্ডহেল্ড গেমি ডিভাইসটি রয়েছে।

অফিশিয়াল পেজে দেয়া এক পোস্টে কোম্পানিটি জানায়, অস্ট্রেলিয়ায় এলসিডি ও ওএলইডি ডিসপ্লে দুই ভার্সনের ডিভাইসই বিক্রি করা হবে।

এর মধ্যে ২৫৬ জিবি স্টোরেজের এলসিডি ভার্সনের দাম ৬৪৯ অস্ট্রেলিয়ান ডলার। অন্যদিকে ৫১২ জিবি স্টোরেজযুক্ত ওএলইডি ভার্সনের দাম ৮৯৯ এবং ১ টেরাবাইট ভার্সনের দা, ১ হাজার ৪৯ অস্ট্রেলিয়ান ডলার।

গত বছর ওএলইডি ডিসপ্লের স্টিম ডেক ডিভাইস আনে ভালভ। উন্নত ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ, উন্নত হেপটিক ফিডব্যাক ও হার্ডওয়্যারের মাধ্যমে এটি বাজারে অবস্থান তৈরি করে নিয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ওএলইডি ডিসপ্লেতে বেজেল খুবই সরু। সেই সঙ্গে এতে এইচডিআর ও ফাস্টার ফ্রেম রেট রয়েছে।

এএইচ