এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গুগলের মোবাইল স্টোর চালুর জন্য আদালতের রায় গেমারদের আরো সহজে ও আরামদায়কভাবে খেলার সুবিধা দেবে।
মূলত চার বছরের বেশি সময় ধরে গুগলের সঙ্গে এপিক গেমসের অ্যান্টিট্রাস্ট মামলা চলমান রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জেলা পর্যায়ের বিচারক জেমস ডোনাটো রায় দিয়েছেন। রায়ে বলা হয়, এখন থেকে থার্ড পার্টি অ্যাপ স্টোরগুলো গুগলের প্লে লাইব্রেরি ব্যবহার করতে পারবে। এছাড়াও অন্যান্য প্লাটফর্মে অ্যান্ড্রয়েড অ্যাপ যুক্ত করতে হবে।
সিএনবিসির তথ্যানুযায়ী, অ্যান্ড্রয়েড অ্যাপ থেকেই গেমাররা তাদের এক্সবক্স কনসোলে গেম ডাউনলোড করতে পারবে। অন্যদিকে গেম পাস আল্টিমেটের সাবস্ক্রাইবাররা তাদের স্মার্টফোনে গেম স্ট্রিম করতে পারবে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, গেমাররা অ্যাপ থেকে সরাসরি গেম কিনতে পারবে না। অন্যদিকে আদালতের রায় অনুযায়ী, এখন থেকে গুগল ডেভেলপারদের ইন অ্যাপ বিলিং সিস্টেম ব্যবহারে বাধ্য করতে পারবে না।