দেশে এখন
0

কুতুবদিয়ায় এলপিজি বহনকারী দুই জাহাজে আগুন

কক্সবাজারের কুতুবদিয়ায় বহিঃনোঙরে থাকা এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজ সুফিয়া ও ক্যাপ্টেন নিকোলাসে আগুন লেগেছে। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। আজ (রোববার, ১৩ অক্টোবর) ভোর পর্যন্ত দুই জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার গভীর রাতে কোস্ট গার্ড সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগুনের খবর পেয়ে দ্রুত কোস্ট গার্ডের একটি জাহাজ, একটি টাগ বোট ও চারটি স্পিড বোট উদ্ধার কাজ ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

এছাড়া আগুন নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ বাহিনী ও পোর্টের অগ্নি নির্বাপণী দলগুলো।

এখন পর্যন্ত উদ্ধারকারী দল কর্তৃক দু'টি জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে অগ্নি নির্বাপণ দলগুলো তাদের কার্যক্রম চলমান রেখেছে।

এর আগে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজনের মৃত্যু হয়। তিনজনই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এসএস