উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। শত বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই হারিকেনে লন্ডভন্ড ফ্লোরিডার উপকূলীয় এলাকা।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ২০টি সার্চ অ্যান্ড রেসকিউ টিম। ফ্লোরিডার ৩১ লাখ বাসিন্দার ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন। বাতিল করা হয়েছে ২ হাজারের বেশি ফ্লাইট। বর্তমানে নিম্নচাপে পরিণত হয়ে মিলটন এগোচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে।

নিম্নচাপের কারণে অতি বৃষ্টিতে শঙ্কা রয়েছে আকস্মিক বন্যার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হারিকেনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।

তবে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দাবি, বাইডেন সরকারের ব্যর্থতায় হারিকেনের আঘাতে মৃতের সংখ্যা বাড়ছেই।

এএইচ