দেশে এখন
0

সেন্টমার্টিন নিয়ে নির্দেশিকা নতুন কিছু নয়: রিজওয়ানা

সেন্টমার্টিন নিয়ে প্রশাসন থেকে যে নির্দেশিকা দেয়া হয়েছে তা নতুন কিছু নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ (সোমবার, ৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সেন্টমার্টিনে পর্যটকদের যেতে নিবন্ধন করা, রাতে থাকা নিষিদ্ধ করা, দ্বীপবাসীদের জন্য নির্দেশিকা, দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নতুন কিছু না। অতীতে এ নিয়ে একাধিকবার উদ্যোগ নেয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পর্যটনের ব্যাপারে অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে। তবে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার সেখানে নিষিদ্ধের ব্যাপারে কাজ শিগগিরই শুরু হয়ে যাবে।’

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে চাই, সেন্ট মার্টিন সার্বিকভাবে বাঁচুক, সেখানে পর্যটনও হোক। একজন পর্যটক সেখানে ৫ বার না যাক।’ এছাড়াও নিরাপত্তা সংকট নিয়ে কোনো রকম কথা আসেনি বলেও জানান তিনি।

এই সম্পর্কিত অন্যান্য খবর