কর্পোরেট
0

সুনামগঞ্জে বাংলাদেশ ব্যাংকের প্রকাশ্যে ঋণ পেলেন স্বল্প আয়ের মানুষ

বাংলাদেশ ব্যাংকের 'প্রকাশ্যে ঋণ বিতরণ' কর্মসূচির আওতায় তাৎক্ষণিক ঋণ পেলেন সুনামগঞ্জের স্বল্প আয়ের মানুষ ও কৃষকরা। আজ (রোববার, ৬ অক্টোবর)  দুপুরে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ব্র্যাক ব্যাংক লিড ব্যাংক হিসেবে সুনামগঞ্জ পৌর শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে ঋণ বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন, ব্রাক ব্যাংক সুনামগঞ্জের ম্যানেজার শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।  

সভায় বক্তারা বলেন, ভূমিহীন কৃষক ও প্রান্তিক  জনগোষ্ঠী ৫০ হাজার থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত স্পট লোন নেওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকার পূর্ণ অর্থায়ন সুবিধার আওতায় এই সব স্বল্প আয়ের মানুষদের মধ্যে এই ঋণ দেওয়া হয়েছে।

আলোচনা সভা শেষে সুনামগঞ্জের ৪৬ জন স্বল্প আয়ের মানুষ এবং কৃষকদের মধ্যে এই ঋণ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে জেলায় পরিচালনারত ২৬টি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএ