মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

লেবাননে ইসরাইলি বাহিনীর স্থল অভিযান শুরু

অবশেষে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলাটি সীমিত ও নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে চালানো হচ্ছে বলে জানায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

মূলত দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে সীমান্তবর্তী কয়েকটি গ্রামে অভিযান চালিয়েছে ইসরাইলি সেনারা। এসব অঞ্চলে প্রবেশ করার কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান ও রকেট হামলা চালায় তারা।

গেল সোমবার রাতে লেবাননে স্থল হামলার বিষয়ে অনুমোদন দেয় ইসরাইলের নিরাপত্তা পরিষদ। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও চরমে পৌঁছেছে। কূটনৈতিকভাবে সংকট সমাধানের ওপর জোর দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এই সম্পর্কিত অন্যান্য খবর