বিদেশে এখন
0

‘হারতে শুরু করায় নির্বাচনের আগ মুহূর্তে বিতর্ক চাইছে’

সিএনএনে কামালার বিতর্কের আহ্বান প্রসঙ্গে ট্রাম্প

নির্বাচনের আগে কামালা হ্যারিস সিএনএনে ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্কে মত দিলেও প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক প্রেসিডেন্ট। প্রথম বিতর্কের পর জনমত জরিপে কামালার উত্থান চলছেই। ভোটযুদ্ধে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে দুর্গ আরও মজবুত করতে ব্যস্ত তার প্রচার শিবির।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাত অঙ্গরাজ্যের একটি পেনসিলভেনিয়া; যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের মধ্যে, বলছে ওয়াশিংটন পোস্টের জরিপ। নিউইয়র্ক টাইমস, ফিলাডেলফিলা ইনকোয়্যারার ও সিয়েনা কলেজের জরিপে ১০ সেপ্টেম্বরের বিতর্কের পর ট্রাম্পকে টেক্কা দিয়ে চার শতাংশ এগিয়ে গেছেন কামালা।

দুর্গ আরও মজবুত করতে পেনসিলভেনিয়াতে একের পর এক প্রচারণা চালাচ্ছে ডেমোক্র্যাট শিবির। শনিবারও অঙ্গরাজ্যটিতে সমাবেশ করেন কামালার রানিং মেট ও ভাইস প্রেসিডেন্টপ্রার্থী টিম ওয়ালজ। প্রতিদ্বন্দ্বী শিবিরকে তুলনা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসিদের সঙ্গে।

যুক্তরাষ্ট্র ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্টপ্রার্থী টিম ওয়ালজ বলেন, ‘আমি জানি না যে আপনারা নাৎসিদের নির্যাতনের সাথে পরিচিত কি না। গভর্নর হিসেবে যে রিপাবলিকান নেতাদের আমরা দেখছি, তারা নিজেদের নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করে গর্বের সঙ্গে। এই স্থানীয় নেতাদের সঙ্গে সারা দেশের কেন্দ্রীয় নেতাদের কিন্তু খুব একটা পার্থক্য নেই।’

এদিকে প্রথম বিতর্কের পর জনমত জরিপে বিজয়ী কামালার নির্বাচনী শিবির ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্ক আয়োজনে চালাচ্ছে জোর প্রচেষ্টা। এরই মধ্যে ডেমোক্র্যাট প্রেসিডেন্টপ্রার্থী কামালা সিএনএনে ট্রাম্পের সঙ্গে বিতর্কের মত দিলেও প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী।

যুক্তরাষ্ট্র রিপাবলিকান প্রেসিডেন্টপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সমস্যা হলো যে আরেকটি বিতর্কের সময় আসলে শেষ। অনেক দেরি হয়ে গেছে। ভোটই তো শুরু হয়ে গেছে। ফক্সের সাথে আগেই আরেক বিতর্কের সুযোগ ছিল। ফক্স আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, আমি অপেক্ষা করছিলাম, তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল। এখন দেখছে যে খারাপভাবে হারতে বসেছে, এখন নির্বাচনের আগ মুহূর্তে সিএনএনের সঙ্গে বিতর্ক চাইছে।’

অক্টোবরে অ্যারিজোনায় দুই প্রেসিডেন্ট প্রার্থীকে বিতর্কের আমন্ত্রণ জানিয়েছে সিবিএস নিউজও।