দেশে এখন
0

পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বাদ পড়ল শেখ হাসিনার নাম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সকে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স এবং শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র হিসেবে নামকরণ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যার স্মারক নম্বর -২৯.০০.০০০০.২১৩.২৮.০৩১.২০-৬৬৮ তারিখ- ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ।

প্রজ্ঞাপনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স এবং সংযুক্ত দপ্তর শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে যথাক্রমে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স এবং সংযুক্ত দপ্তর পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র হিসেবে নামকরণ করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এএইচ