উপদেষ্টা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসের ঘটনায় সবাইকে মর্মাহত করেছে। এ ধরনের ঘটনা যাতে না হয় আমরা কঠোর ভাবে ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিচারের আওতায় আনা হবে।’
অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘নির্বাচনব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন, এবং সংবিধান সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কাজ শুরু করবে। আগামী তিন মাসের মধ্যে অন্তবর্তী সরকারের কাছে প্রস্তাবনা দিবে এবং কমিশনগুলোর রিপোর্ট অনলাইনে প্রকাশ করা হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।