দেশে এখন
0

আমাদের লোকদের গুলি করে মেরে দেয় সীমান্তে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও

সীমান্তে গুলি করে মানুষ হত্যার কড়া সমালোচনা করে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বুধবার, ১৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির জনসভায় এ কথা বলেন তিনি।

এসময় বিএনপি মহাসচিব বলেন, 'আমাদের লোকদের গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা তাদের সঙ্গে ভালোভাবে থাকতে চাই, প্রতিবেশি হিসেবে থাকতে চাই। কিন্তু আমাদের ওপর যদি কোনো অন্যায় অত্যাচার হয়, তাহলে প্রতিবাদ আমরা জানাবো।'

সংখ্যালঘুদের নিরাপত্তায় নেতাকর্মীদের সচেতন থাকারও আহ্বান জানান তিনি। জানান, কেউ আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদেরও একই পরিণতি হবে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর