সংশ্লিষ্টরা জানান, এবার চায়ের গুণগত মান ভালো হলেও বিক্রি হয়েছে মাত্র ৩০ ভাগ চা। এনটিসির প্রেমনগর বাগানের হোয়াইট টি বিক্রি হয় ২ হাজার ৭০০ টাকায়।
আর বৈকন্ঠপুর চা বাগানের ব্লাকটি বিক্রি হয় ২৫৩ টাকায়। এদিকে সাম্প্রতিক নিলাম গুলোতে চা বিক্রি কমে যাওয়া অনেকে বাগানই শ্রমিকদের মজুরি দিতে পারছে না। যাতে সৃষ্টি হচ্ছে শ্রমিক অসন্তোষ।