অর্থনীতি
0

শ্রীমঙ্গলে মৌসুমের দশম চা নিলাম অনুষ্ঠিত

মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মৌসুমের দশম চা নিলাম। আজ (বুধবার, ১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা এই নিলামে অংশ নেয়া তিনটি ব্রোকার্স হাউজের ১ লাখ ৭০ হাজার ২৯১ কেজি চা তোলা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২৫ লাখ টাকার বেশি।

সংশ্লিষ্টরা জানান, এবার চায়ের গুণগত মান ভালো হলেও বিক্রি হয়েছে মাত্র ৩০ ভাগ চা। এনটিসির প্রেমনগর বাগানের হোয়াইট টি বিক্রি হয় ২ হাজার ৭০০ টাকায়।

আর বৈকন্ঠপুর চা বাগানের ব্লাকটি বিক্রি হয় ২৫৩ টাকায়। এদিকে সাম্প্রতিক নিলাম গুলোতে চা বিক্রি কমে যাওয়া অনেকে বাগানই শ্রমিকদের মজুরি দিতে পারছে না। যাতে সৃষ্টি হচ্ছে শ্রমিক অসন্তোষ।

এফশি

এই সম্পর্কিত অন্যান্য খবর