অর্থনীতি
0

জানা গেল দেশের বর্তমান রিজার্ভের পরিমাণ

বর্তমানে দেশে কী পরিমাণে রিজার্ভ আছে তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা আজ (মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমকে দেশের মোট রিজার্ভের তথ্য জানান।

রেমিট্যান্সের প্রবৃদ্ধি বাড়ায় বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ফর্মুলায় আগামী দুই থেকে তিন মাসের দায় মিটিয়ে এটি এখন ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা।

তিনি জানান, বর্তমানে দেশের মোট রিজার্ভ ২৪ হাজার ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বা ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ ২০ হাজার মিলিয়নের কাছাকাছি।

এটি গত বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ প্রবৃদ্ধি এবং জুলাই থেকে ৯০ শতাংশ প্রবৃদ্ধি। আন্তঃব্যাংক কেনাবেচা, বিনিময় হার বাজারভিত্তিক করায় এই ইতিবাচক সাড়া বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। বাজারে এই মুহূর্তে প্রতি ডলারের সিলিং রেট ১২০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল। বিদেশ থেকে ঋণ নেয়াসহ বিভিন্ন উপায়ে ওই সময় রিজার্ভ বাড়ানো হয়। এরপর সংকটের কারণে ২৯ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর ফলে ধারাবাহিকভাবে রিজার্ভ কমে ২০২৩ সালের নভেম্বর শেষে ১৯.৩০ বিলিয়ন ডলারে দাঁড়ায়। এরপর আবারও বেড়ে ডিসেম্বরে ২১.৮৬ বিলিয়ন ডলার হয়েছিল। তবে চলতি বছরের জানুয়ারি শেষে আবার কমে ১৯.৯৬ বিলিয়ন ডলারে নেমে যায়। মার্চের শেষ তিন সপ্তাহ ধরে রিজার্ভের নিম্নগতি দেখা যায়।

এসএস