আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চৌদ্দশত বছর আগে হজরত মুহাম্মদ ঘোষণা করেছিলেন, মানুষের মধ্যে কোন ভেদাভেদ নেই, সব মানুষ সমান। কোনো বৈষম্য করা যাবে না। তিনি সবার জন্য উত্তম চারিত্রিক নিদর্শন রেখে গেছেন বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা।
তিনি আরও বলেন, ‘বিশ্বনবী যুদ্ধের ময়দানে সতর্ক করে দিতেন গির্জা, মন্দিরসহ ধর্মীয় কোন স্থাপনায় যেন হামলা না হয়’। তার আদর্শকে অনুসরণ করে চলতে হবে বলেও স্মরণ করিয়ে দেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, ‘সব উপদেষ্টাকে সম্পদের হিসাব দিতে হচ্ছে। ইতোমধ্যেই সম্পদ বিবরণী জমা দেওয়ার ফরম তৈরি করা হয়েছে।’