পরিষেবা
অর্থনীতি
0

বিদ্যুৎ ও জ্বালানি আইনে বাতিল হওয়া চুক্তির তথ্য চেয়েছে জাতীয় পর্যালোচনা কমিটি

সম্প্রতি বাতিল হওয়া দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন ২০১০ এর অধীনে সব চুক্তির বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় পর্যালোচনা কমিটি। আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) দুপুরে এ কথা জানান জাতীয় কমিটি বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আহ্বায়ক সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী।

রাজধানীর নিকুঞ্জে ডেসকোর প্রধান কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এছাড়াও ২৮ সেপ্টেম্বরের মধ্যে পিডিবিসহ সব কোম্পানিগুলোকে এসব তথ্য জমা দেয়ার নির্দেশ দিতে হলা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, ‘কতটি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য সংগ্রহ করা হবে, সেটি কমিটির পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে।’

আদানির কোম্পানির বিদ্যুতের দাম ও বিল ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি জানান, রিভিউ করে দেখা হবে সেগুলো আইন অনুযায়ী হয়েছে কিনা, এবং জনস্বার্থ ক্ষুণ্ণ হয়েছে কিনা। এরপর নেয়া হবে ব্যবস্থা।

কমিটির দ্বিতীয় বৈঠক ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর