এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভিসি নিয়োগ চেয়ে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা আল্টিমেটাম দেন পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগ না দেয়া হলে রংপুরসহ উত্তরবঙ্গের আট জেলা অর্থাৎ পুরো উত্তরাঞ্চল অচল করে দেয়া হবে।
আল্টিমেটাম শেষ হলেও বেরোবিতে উপাচার্য নিয়োগ না দেয়ায় শিক্ষার্থীরা আজ ‘রংপুর ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় ৪০ জন ব্যক্তি পদত্যাগ করেন।
এদিকে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে।