বিশ্ব অর্থনীতি
অর্থনীতি
0

চীনা পণ্যে আরো শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র

চীনা পণ্যে শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র। চলতি মাসের শেষে কিছু পণ্যের ওপর শুল্ক বাড়তে পারে একশো শতাংশ পর্যন্ত। শুল্ক বৃদ্ধির এ পরিকল্পনা গেলো মে মাসে প্রথম ঘোষণা করা হলেও এর হার নির্ধারণে সময় নেয়ার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন।

বৈদ্যুতিক যানবাহন ও সেমিকন্ডাক্টর থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্যে বসবে অতিরিক্ত শুল্ক। জানা গেছে, বৈদ্যুতিক যানবাহনে একশো শতাংশ, সোলার প্যানেলে ৫০ শতাংশ; বৈদ্যুতিক যানের ব্যাটারি, ইস্পাত-অ্যালুমিনিয়াম, ফেস মাস্ক ইত্যাদিতে ২৫ শতাংশ করে শুল্ক বাড়বে এ মাসে।

তবে সেমিকন্ডাক্টরের ওপর ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধি হবে আগামী বছর। এছাড়া তেল-গ্যাসচালিত যানবাহনের ব্যাটারি, মেডিক্যাল গ্লাভস, চুম্বক ইত্যাদির শুল্ক আগামী দুই বছরে ধাপে ধাপে বাড়ানো হবে।

এএইচ