শিক্ষা
1

কবি নজরুল কলেজের ৫১তম অধ্যক্ষ হিসেবে অধ্যাপক হাবিবুরের যোগদান

পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের ৫১তম অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মোহম্মদ হাবিবুর রহমান। নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করেছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) দুপুরে অধ্যক্ষ অধ্যাপক মোহম্মদ হাবিবুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. ছালেহ আহমেদ ফকিরসহ অন্যান্য বিভাগীয় শিক্ষকরা।

অধ্যক্ষ অধ্যাপক মোহম্মদ হাবিবুর রহমান কবি নজরুল সরকারি কলেজের ৫১তম অধ্যক্ষ হিসেবে সাবেক অধ্যাপক আমেনা বেগমের পদত্যগের পর স্থলাভিষিক্ত হয়েছেন।

অধ্যাপক মো. আমেনা বেগম গত ১১ আগস্ট শিক্ষার্থীদের জোড়ালো আন্দোলনের মুখে পরে পদত্যাগ করেন। এরপর দীর্ঘ একমাস উপাধ্যক্ষ ছালেহ আহমেদ ফকির কলেজ প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

এরআগে অধ্যক্ষ অধ্যাপক মোহম্মদ হাবিবুর রহমান ইডেন মহিলা কলেজের ইসলামিক স্টাডিজের বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত থেকে কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও কবি নজরুল কলেজ আর্ট অ্যান্ড থিয়েটার ক্লাবের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় নবনিযুক্ত অধ্যক্ষ মোহম্মদ হাবিবুর রহমান বলেন, কলেজের সার্বিক কাঠামোগত উন্নয়ন ও সংস্কারের কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ ছাড়া একাডেমিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিবে জানান তিনি।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর