এখন মাঠে
0

পাকিস্তানে সিরিজজয়ী ক্রিকেটারদের ড. ইউনূসের সংবর্ধনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান সিরিজজয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল।

এসময় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে ড. ইউনূস বলেন,'পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পরে জাতির পক্ষ থেকে ক্রিকেটাদের স্বাগত জানাতে এবং তাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলাম।'

আগস্ট-সেপ্টেম্বরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টেস্ট খেলতে পাকিস্তান সফর করে বাংলাদেশ। সফরে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা।

সিরিজ জয়ের পরে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান ড. মুহাম্মদ ইউনূস। টাইগাররা দেশে ফেরার পরে আজ সাক্ষাত হলো প্রধান উপদেষ্টার সঙ্গে।

এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ, বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন। আরও ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

ইএ