মামলাটির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. আব্দুল্লাহ বিশ্বাস আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলহাস উদ্দীনের আদালত।
বাদীপক্ষের শুনানিতে অংশ নেন ওমর ফারুক ফারুকী, শামসুজ্জামান দিপু প্রমুখ আইনজীবী। আসামিপক্ষে রিমান্ড বাতিল করে জামিন চান অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২ সেপ্টেম্বর রাত ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর গত ৪ আগস্ট হাজারীবাগে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় কাফীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাভাবের ইয়ামিন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪৭ জনের নামে মামলা করা হয়।