এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি বিকেলে ৩টা ৪৫ মিনিটে আটকে দেয় তারা। এরপর বুড়িমারি এক্সপ্রেস ট্রেন ৪টা ২০ মিনিটে মহিমাগঞ্জ স্টেশন এলাকায় পৌঁছালে সেটিও আটকে দেয়া হয়।
আন্দোলনরতদের দাবি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থান হওয়া সত্ত্বেও ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেন স্টেশনটিতে যাত্রাবিরতি দেয় না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন আটকে রাখার ঘোষণা আন্দোলনকারীদের।
এদিকে, দীর্ঘসময় আন্তঃনগর ট্রেন দুটি আটকে রাখায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।