ব্যাংকপাড়া
অর্থনীতি
0

বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরের দায়িত্ব বণ্টন

বাংলাদেশে ব্যাংকের ডেপুটি গভর্নরদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। তাদের মধ্যে জাকির হোসেন চৌধুরী ও ড. মো. কবির আহাম্মদকে ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এইচআরডি-১ এর পরিচালক মো. জবদুল ইসলাম এবং সহকারী পরিচালক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গর্ভনরের অনুমোদনক্রমে ডেপুটি গভর্নরদের দায়িত্ব নিম্নরূপভাবে বণ্টন করা হলো।

ডেপুটি গভর্নর নূরুন নাহারকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, এক্সপেন্ডিচার ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্ট-১, এক্সপেন্ডিচার ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্ট-২, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, টাকা জাদুঘর বিভাগ, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

ডেপুটি গভর্নর-২ মো. হাবিবুর রহমানকে চিপ ইকোনমিস্টস ইউনিট, পরিসংখ্যান বিভাগ, মনিটারি পলিসি ডিপার্টমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকরোলজি ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, গবেষণা বিভাগ, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট, ডিপোজিট ইনস্যুরেন্স ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কমিউনিকেসন্স অ্যান্ড পাবলিকেশন্স, ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি (এনএফআইএস) অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এবং ডেট ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্টের দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ডেপুটি গভর্নর-৩ মো. জাকির হোসেন চৌধুরীকে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ডিপার্টমেন্ট অব অপসাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১, কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-২, আইন বিভাগ, স্পেশাল স্টাডিজ সেল, ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে ডেপুটি গভর্নর-৪ মো. কবির আহাম্মদকে ব্যাংক পরিদর্শন বিভাগ-১, ব্যাংক পরিদর্শন বিভাগ-২, ব্যাংক পরিদর্শন বিভাগ-৩, ব্যাংক পরিদর্শন বিভাগ-৪, ব্যাংক পরিদর্শন বিভাগ-৫, ব্যাংক পরিদর্শন বিভাগ-৬, ব্যাংক পরিদর্শন বিভাগ-৭, ব্যাংক পরিদর্শন বিভাগ-৮, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের দায়িত্ব দেয়া হয়েছে।

এ ব্যবস্থা অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর