উপদেষ্টা বলেন, পূজাকে কেন্দ্র করে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে নতুন মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে সরকার শুরু থেকেই নিরাপত্তা দেবে।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৫৭টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ৮৮টি মণ্ডপ হবে। সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা আরো বাড়তে পারে।’ বর্তমানে দেশে ৩২ হাজার ৬৬৬টি পূজা মণ্ডপ রয়েছে বলেও জানান তিনি।
পূজা মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুরো পূজোর সময় আলাদাভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে নিরাপত্তা অবস্থা জোরদার করা হবে।
তিনি বলেন, রাত ১টা থেকে তিনটা পর্যন্ত এবং তিনটা থেকে পাঁচটা পর্যন্ত স্বেচ্ছাসেবকরা পর্যায়ক্রমে দ্বায়িত্ব পালন করবেন। রাত্রে তিনজন এবং দিনে ২ জন হিসেবে দায়িত্ব পালন করবে।
এই উপদেষ্টা বলেন, ‘আজান এবং নামাজের সময় সকল মণ্ডপের মাইক বন্ধ রাখতে হবে। নামাজের ৫ মিনিট আগে থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত মাইক বন্ধ রাখতে হবে।’
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পূজার সময় দুপারের লোক যাওয়া আসা করে পূজা দেখতে। এজন্য সীমান্ত এলাকায় ভালোভাবে পূজা মণ্ডপ করার অনুরোধ করেছি যেন আমাদের লোকজন ওই পারে পূজা দেখতে না যায়। আর ওপারের লোকজন যেন এই পারে না আসে এটার ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।’
তিনি বলেন, ‘আমি আশা করি এবার পূজা নির্বিঘ্নে হবে এবং সবাই পূজা উদ্যাপন করতে পারবে।’