মুদ্রাবাজার
অর্থনীতি
1

আকুর বিল পরিশোধে রিজার্ভ দাঁড়ালো ১৯.৪৬ বিলিয়ন ডলারে

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার বিল পরিশোধ করায় রিজার্ভ ২০ বিলিয়নের নীচে নেমে এসেছে। গতকাল (রোববার, ৮ সেপ্টেম্বর) রাতে আকুর বিল পরিশোধের পর বিপিএম-৬ হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে। গ্রস হিসাবে তা ২৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

এর আগে জুলাইয়ের প্রথম সপ্তাহে মে-জুন মাসের বিল পরিশোধ করে কেন্দ্রীয় ব্যাংক। তখন রিজার্ভ কমে দাঁড়ায় ২০ দশমিক ৪৬ বিলিয়নে। যদিও তার কয়েক দিন আগে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তিসহ প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ পেয়েছিল বাংলাদেশ।

আকু হলো একটি আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়।

ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে। তবে এখন আকুর সদস্যপদ নেই শ্রীলঙ্কার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল। বিদেশ থেকে ঋণ নেয়াসহ বিভিন্ন উপায়ে ওই সময় রিজার্ভ বাড়ানো হয়। এরপর সংকটের কারণে ২৯ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর ফলে ধারাবাহিকভাবে রিজার্ভ কমে ২০২৩ সালের নভেম্বর শেষে ১৯ দশমিক ৩০ বিলিয়ন ডলারে দাঁড়ায়। এরপর আবারও বেড়ে ডিসেম্বরে ২১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার হয়েছিল। তবে চলতি বছরের জানুয়ারি শেষে আবার কমে ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে নেমে যায়। মার্চের শেষ তিন সপ্তাহ ধরে রিজার্ভের নিম্নগতি দেখা যায়।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর