দেশে এখন
0

দেশ গড়ার সুযোগ সর্বোচ্চ কাজে লাগাতে হবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ড. ইউনূস। এতে বিশ্ববিদ্যালয়ের মান বাড়ানো, দুর্নীতি ও রাজনীতিমুক্ত শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা বলেন, দেশ গড়ার সুযোগ সর্বোচ্চ কাজে লাগাতে হবে, পাশাপাশি বাংলাদেশকে সম্মানিত রাষ্ট্রের মর্যাদায় গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার গঠনের এক মাস পূর্তির দিনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময়। রাজপথে সংগ্রাম করা এবার শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে তুলে ধরেন তাদের রাষ্ট্র সংস্কার ভাবনা।

আজ (রোববার, ৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু মতবিনিময় সভায় অংশ নেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কবৃন্দ, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা এতে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত আরও পাঁচ উপদেষ্টা মনোযোগ দিয়ে শোনেন শিক্ষার্থীদের দাবি-দাওয়া।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলেন, অর্থপাচার থেকেও মেধাপাচার দেশের জন্য বেশি ক্ষতিকর। বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকার জন্যই মেধার অবাধ পাচার হচ্ছে- যা এখনই রুখতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চা শ্রেণিকক্ষের বাইরে রাখারও দাবি জানান তারা।

শিক্ষার্থীদের একজন বলেন, 'যারা বাহিরে মার্স্টাস ও পিএইচডি শেষ করেছে তাদেরকে দেশে এনে পলিসি মেকিংয়ের কাজে লাগাতে হবে।'

উদ্ভুত পরিস্থিতে বিভিন্ন স্থানে আইন হাতে তুলে নিয়ে অপরাধীর বিচার করা কোনভাবেই কাম্য নয়- এটি দ্রুত রুখতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করা ও চিকিৎসা সুরক্ষা আইনের দাবিও জানান বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আরেকজন বলেন, 'ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যবহার সেটা বন্ধ করতে হবে। আমাদের ল এবং অর্ডার সেটা দ্রুত ঠিক করা হোক।'

মতবিনিময় সভার একপর্যায়ে শহীদ ও হতাহতদের স্মরণে অশ্রুসিক্ত হন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। যারা অত্যাচার চালিয়েছে তারা দেশকে অশান্ত করতে চেষ্টার ত্রুটি রাখবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জাতির সামনে দেশ গড়ার যে মহান সুযোগ ছাত্ররা এনেছে তার সর্বোচ্চ কাজে লাগাতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, 'দেয়ালের যে লেখাগুলো সেটা দেখলেই অবাক লাগে। এত কথা কিভাবে এদের মনে আসলো। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।' 

বাংলাদেশের তারুণ্যের এ অর্জন সীমানা পেরিয়ে সারা বিশ্বেই সমাদৃত হচ্ছে বলে জানান ড. ইউনূস।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর